করোনা আবহের মধ্যেই এবার রাজ্যের বিধায়কদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক ডাকল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, আগামী রবিবার বিকেল চারটের সময় এই ভার্চুয়াল বৈঠক হবে। সব বিধায়কদের ওই বৈঠকে থাকতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২৫ জুলাই বিধায়কদের নিয়ে রিভিউ বৈঠক হয়। ওই বৈঠকে স্বয়ং উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দু মাস পর আবার বৈঠকে তৃণমূল বিধায়কদের ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ম্যারাথন বৈঠক কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। নির্বাচনের ধারাবাহিক প্রস্তুতি হিসেবে এই বৈঠকের গুরুত্ব মানছে রাজনৈতিক মহল। এরই পাশাপাশি, ‘দিদিকে বলো’ কর্মসূচি এক বছর পূর্ণ করল। দলের ফ্ল্যাগশিপ অভিযানের ফলে প্রভূত সাফল্য মিলেছে বলে দাবি তৃণমূলের। পাশাপাশি এই অভিযানে যে সব কাজ এখনও সমাধান করা যায়নি, তারও তালিকা সংশ্লিষ্ট বিধায়কদের পাঠানো হয়েছে পুনর্বার উদ্যোগ নেওয়ার জন্য। সেক্ষেত্রে দলের নির্দেশে বিধায়করা আবার বাকি থাকা কাজ করতে নেমেছেন।
রবিবার এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব বিধায়কদের কী নির্দেশ দেয় সে দিকেও তাকিয়ে রয়েছে তৃণমূল শিবির। নির্বাচন এখন নিউ নর্মাল পর্যায়ে অনুষ্ঠিত হতে চলেছে। সে ক্ষেত্রে ভার্চুয়াল প্ল্যাটফর্ম, স্যোশাল মিডিয়া প্রচার, কোভিড বিধি মেনে জনসংযোগ-সহ গ্রুপসভা এবং ছোট প্রচার কর্মসূচির ওপর জোর দিচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে নির্বাচনের সব চেয়ে বড় দিক সংগঠন এবং সেই সংগঠন শক্তিশালী করতে এবার সর্বত্র সমন্বয়ের ওপর জোর দিয়েছে দল। মনে করা হচ্ছে, রবিবারের ভার্চুয়াল বৈঠকে এই বিষয়গুলি নিয়েও দলের বিধায়কদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারে শীর্ষ নেতৃত্ব।