সুশান্ত মামলায় মাদক যোগের তদন্তে এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নিশানায় করণ জোহরের প্রযোজনা সংস্থা। করণের ধর্মা প্রোডাকশনসের এক্সিকিউটিভ প্রযোজক ক্ষীতিশ রবিপ্রসাদকে সমন পাঠাল এনসিবি। শুক্রবারই ক্ষীতিশকে এনসিবি অফিসে হাজিরা দিতে হবে জিজ্ঞাসাবাদের জন্য।
ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে টুইটারে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, “অবশেষে প্রথমবার বলিউড মাফিয়ারা ভাবতে শুরু করেছে সুশান্ত খুন না হলে আর কঙ্গনার কোণঠাসা না করলেই ভাল হত। প্রথমবার নিজেদের নৃশংসতার জন্য আফশোস করছে। প্রথমবার চাইছে সময়ের চাকা উলটো দিকে ঘুরুক। পুরনো সময় ফিরে আসুক।
বুধবারই দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুলপ্রীত সিংকে নোটিস পাঠানোয় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বি-টাউনে। বলিউডের অনেক প্রথমসারির তারকাই নাকি প্রমাদ গুনতে শুরু করেছেন। প্রথমে রকুলের কাছে নোটিসের কপি পাঠানো সম্ভব হচ্ছিল না তাঁর ভিন্ন ঠিকানার কারণে। পরে সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। শোনা গিয়েছে শুক্রবারই অফিসে হাজিরা দেবেন চার অভিনেত্রী। গোয়াতে শুটিং করছিলেন দীপিকা। চাটার্ড বিমানে করে নাকি মুম্বইয়ে এসে পৌঁছেছেন। নিজের লিগাল টিমের সঙ্গে ক্রমাগত আলোচনা করছেন এবিষয়ে। ভিডিও কলে নাকি রণবীর সিংও এই আলোচনায় রয়েছেন। আইনজীবীর পরামর্শ নিচ্ছেন রকুলপ্রীত, সারা এবং শ্রদ্ধাও। এদিকে নিজের অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার পর্যন্ত জিজ্ঞাসাবাদ থেকে রেহাই চেয়েছিলেন দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশ। করিশ্মা এবং দীপিকার চ্যাটের জেরেই নাকি মাদক চক্রে চার অভিনেত্রীকে সমন পাঠিয়েছে এনসিবি।