ফের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনী-জঙ্গী সংঘর্ষ। ওই জেলার মাঘামা অঞ্চলে বৃহস্পতিবার হওয়া সংঘর্ষে একজন জঙ্গি খতম হয়েছে। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত জঙ্গীর পরিচয় এখনও জানা যায়নি। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কারও কোনও চোট আঘাত লাগেনি। তবে গুলির লড়াই এখনও চলছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে। উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র।
গত সোমবার রাতেও বদগাঁওয়ে সেনা-জঙ্গী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। রাতভর গুলির লড়াই চলে। খতম হয় এক জঙ্গী। কাশ্মীর পুলিশের তরফে একটি টুইট করে জানানো হয় ওই এনকাউন্টারের কথা।
এদিনই বুধগাঁওয়ের ওয়াদিপোরায় সরাই এলাকায় সিআরপিএফের উপরে হামলা চালাল জঙ্গিরা। প্রথমে তারা গ্রেনেড ছোঁড়ে। পরে গুলি চালাতে থাকে। জঙ্গীদের গুলিতে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। শহিদ জওয়ানের নাম এন বাদোলে। তিনি নাগপুরের বাসিন্দা। জঙ্গীদের গুলিতে ওই জওয়ান আহত হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু ঘটে।