করোনা মহামারির জেরে ইতিমধ্যেই দেশ ছেড়ে বিদেশে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। আর এবার দেশের মাটিতে বাতিল হতে চলেছে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। আপাতত যা পরিস্থিতি, হয়তো কিছুদিনের মধ্যেই ২০২১-র বিশ্বকাপ বাতিল করে তা পরের বছর ২০২২-এ ফের ভারতেই করার ঘোষণা করতে পারে।
প্রসঙ্গত, ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলও ফের ভারতে হওয়ার কথা ছিল। স্বাভাবিক ভাবেই ভারতীয় ফুটবল প্রেমীদের মতো মহিলা ফুটবলাররাও এই খবরে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। ঘরের মাঠে বিশ্বকাপ মানে আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া যাবে। ফলে ফুটবলার জীবন বদলে যাওয়ার হাতছানি। আর চোখের সামনে ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন দেখার সুযোগ তো ছিলই।
এর ফলে ফের ফুটবলকে ঘিরে একটা অন্যরকম পরিবেশ তৈরি হওয়ার সুযোগ ছিল দেশে। পর পর দুটো জুনিয়র বিশ্বকাপ ফিফার থেকে ছিনিয়ে নিয়ে এসে ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলও দারুণ কাজ করেছিলেন। ফিফার তরফ থেকে ঘোষণা হয়েছিল, ২০২০-র নভেম্বরে হবে মহিলা বিশ্বকাপ। সেই মতো ফিফার কর্তারা এসে এখানকার ম্যাচ স্টেডিয়াম থেকে প্র্যাকটিস মাঠ সব কিছু খতিয়ে দেখে গিয়েছিল। এমনকি ম্যাচ ভেন্যুও ঘোষণা হয়ে যায়।
মহিলা বিশ্বকাপকে লক্ষ্য রেখে যে মুহূর্তে ভারতীয় দলের প্রস্তুতি তুঙ্গে, ঠিত তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো নেমে আসে করোনা ভাইরাস। এরপরই ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করে ফিফা থেকে জানিয়ে দেওয়া হয়, নভেম্বরের বদলে মহিলা বিশ্বকাপ হবে ফেব্রুয়ারিতে। ফলে একটা সময় ভারতীয় দলের বন্ধ হয়ে যাওয়ার প্রস্তুতি ফের শুরু হয়ে যায় ফেব্রুয়ারিকে লক্ষ্য করে।
এদিকে, সেপ্টেম্বর মাস শেষ হতে চলল, অথচ করোনা পরিস্থিতির কোনও উন্নতি নেই। এই অবস্থায় ফ্রেব্রুয়ারি মাসে কী ভাবে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব, ভারতীয় ফুটবল কর্তারা কেউ বুঝে উঠতেই পারছেন না। এখনও পর্যন্ত কেউই নিশ্চিত করে বলতে পারছেন না, ফেব্রুয়ারি মাসে সব কিছু ঠিক হয়ে যাবে। ফলে দেশে বিশ্বকাপ হবে, অথচ মাঠে দর্শক ঢোকার অনুমতি না থাকায় গ্যালারি শূন্য অবস্থায় ম্যাচ চলবে, বিশ্বকাপ আয়োজনের জন্য এটা কিছুতেই ভাল বিজ্ঞাপন নয়।
এআইএফএফ কর্তারা চাইছিলেন, ছেলেদের মতো এই মহিলা বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়েও বিশ্বের দরবারে ফের ভারতীয় ফুটবলের নাম উজ্জ্বল করতে। কিন্তু করোনা আবহে বিশ্বকাপের আয়োজন করলে, তা অত্যন্ত জৌলুসহীন ভাবেই হবে। ফলে ফিফার তরফে এখনও পর্যন্ত কোনও আপত্তি না থাকলেও ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল চাইছিলেন না, এরকম ভাবে বিশ্বকাপের আয়োজন করতে।
এরপরই সভাপতি প্রফুল্ল প্যাটেল প্রস্তাব দেন, ২০২১-র ফেব্রুয়ারিতে মেয়েদের বিশ্বকাপ করোনার জন্য স্থগিত রেখে ২০২২ সালে তা আয়োজন করলে ভারতীয় ফুটবল ফেডারেশন তা দারুণ ভাবে আয়োজন করতে সক্ষম হবে। প্রফুল্ল প্যাটেলের এই প্রস্তাব মোটামুটি ভাবে মেনে নিয়েছেন ফিফার কাউন্সিলের সদস্যরা। ফলে ফেডারেশন প্রেসিডেন্টের মতো ফেডারেশনের অন্যান্য কর্তারাও আশাবাদী, মেয়েদের অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ২০২১ মহিলা বিশ্বকাপ বাতিল করে তা ২০২২-এ ভারতেই হবে।