করোনা সংক্রমণ যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলা। স্বাভাবিক হচ্ছে সমস্ত পরিষেবাও। এবার খুলছে স্কুলও। কোভিড প্রোটোকল মেনে স্কুল খোলার আগে স্কুল কর্তৃপক্ষগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠাচ্ছে রাজ্য। সেগুলি মেনেই করোনা আবহে স্কুল শুরু করতে পারা যাবে বলে জানান হয়েছে। উল্লেখ্য, ৫ ,মাসেরও বেশি সময় পর আংশিকভাবে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
জানানো হয়েছে, কোভিড প্রোটোকল মেনে আংশিকভাবে খোলা যাবে স্কুল। তবে স্কুল খোলার আগে রাজ্যের প্রত্যেক স্কুলকে সরকারি সুরক্ষাবিধির কথা মাথায় রাখতে হবে। দেখে নেওয়া যাক কী কী নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে।
১) প্রত্যেক স্কুলকে একটি করে চেকলিষ্ট দেওয়া হবে।
২) স্কুলে পাঠানোর আগে এবং পরে পড়ুয়াদের স্যানিটাইজ করবে।
৩) এর পাশাপাশি গোটা স্কুল স্যানিটাইজ করতে হবে।
৪) এক বেঞ্চ-এ দু-জনের বেশি বসতে দেওয়া হবে না।
৫) স্কুলে ঢোকা ও বেরোনোর সময় প্রত্যেককে ১ মিটারের দূরত্ব মানতে হবে।
৬) স্কুলে থাকাকালীন শিক্ষক বা পড়ুয়ারা কেউই মাস্ক খুলতে পারবেন না।
৭) কোনও কারণেই স্কুলে জটলা করা যাবে না।
সবমিলিয়ে এই সুরক্ষাবিধি মানতে অভিভাবক, পড়ুয়া এবং স্কুল কর্তৃপক্ষ সকলকেই অবগত হতে হবে বলেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আনলক-৪-র নির্দেশিকায় জানায়, কোভিড সংক্রমণের পরিস্থিতি বুঝে স্কুল বা ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য সরকারগুলি।