নাবালিকা প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিল। তদন্তে নেমে তাকে উদ্ধারও করে পুলিশ। কিন্তু শেষ রক্ষা হল না। বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল নাবালিকা, তার পরিবারের ২ সদস্য ও এক পুলিশ কর্মীর। ঘটনাটি কোচবিহারের হামটিনগর ক্লাব মোড়ের।
দিন কয়েক আগে আচমকা বাড়ি থেকে উধাও হয়ে যায় জোৎস্না কর নামে বছর ১৭ -এর ওই নাবালিকা। বিভিন্ন জায়গায় খুঁজেও হদিশ মেলেনি তার। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ পেয়েই তদন্তে নামে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। জানতে পারে, সাহেবগঞ্জ এলাকায় রয়েছে নাবালিকা। সেখানকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
নাবালিকাকে উদ্ধার করে ফেরার সময় কোচবিহারের হামটিনগর ক্লাব মোড়ের কাছে ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, একটি কুকুর আচমকা গাড়ির সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি পড়ে যায় নয়ানজুলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় উদ্ধার হওয়া নাবালিকা, তার মা, কাকু ও কনস্টেবল গোবিন্দ সেনের। গুরুতর জখম হয়েছেন প্রধাননগরের এসআই, লেডি কনস্টেবল চন্দনা পাল ও নাবালিকার প্রেমিক কৈলাস।