এবার নাক দিয়ে নেওয়া যায় এমন কোভিড ভ্যাকসিন তৈরি করার বরাত পেল হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। ভ্যাকসিনটি তৈরি করছে মিসৌরির ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন। ভারত বায়োটেকের সঙ্গে ১০০ কোটি ডোজ তৈরির এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চুক্তি হয়েছে সংস্থার।
ভারত বায়োটেকের দাবি, এই ভ্যাকসিনের ক্ষেত্রে ব্যবহারকারীর বহু ঝক্কি কমবে। আর প্রয়োজন হবে সুঁচ, সিরিঞ্জের।পাশাপাশি গোটা কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার খরচেও অনেকটা রাশ টানা যাবে।
ভারত বায়োটেকের চেয়ারম্যান ড. কৃষ্ণা এল্লা বলেন, “আমরা এমন একটি ভ্যাকসিনের শরিক হতে পেরে গর্বিত। আমরা বরাত পেয়েছি ১০০ কোটি এই সিঙ্গল ডোজ ভ্যাকসিনটি তৈরি করার। অর্থাৎ গোটা বিশ্বের একশো কোটি মানুষ এই ভ্যাকসিনে উপকৃত হবেন। আমাদের ভ্যাকসিন তৈরি ও সরবরাহের দক্ষতার কারণেই আমাদেরকে বেছে নেওয়া হয়েছে।”