করোনা আবহে এবছর বিদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে। আইপিএল। আর সেখানে প্রথম ম্যাচে নেমেই হার কলকাতা নাইট রাইডার্সের। ঘাতক সেই মুম্বই ইন্ডিয়ান্স। যাদের কাছে এ নিয়ে ছাব্বিশ বারের মধ্যে কুড়ি বার হারতে হল কেকেআর-কে। কিন্তু নাইট অধিনায়ক দীনেশ কার্তিক এখনই টিমের কড়া সমালোচনার রাস্তায় হাঁটতে চান না। বুধবার ম্যাচ হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাইট অধিনায়ক বলে দেন, “আমাদের এখনও উন্নতির প্রচুর জায়গা আছে। মেনে নিচ্ছি একেবারেই ভাল খেলিনি। কিন্তু কে কোথায় ভুল করেছে, সে সব নিয়ে বলতে চাই না। ঠিক আছে। ছেলেরা বুঝতে পারছে কোথায় ভুলটা হল। পরের ম্যাচ থেকেই শুধরে নেওয়া হবে।”
কিন্তু কেকেআর যাঁদের গতবারের নিলাম থেকে প্রচুর অর্থ দিয়ে কিনেছিল, সেই ইয়ন মর্গ্যান এবং প্যাট কামিন্স দু’জনেই এ দিন সুপারফ্লপ। সেটা কি চিন্তার নয়? নাইট অধিনায়কের জবাব, “একটা জিনিস মাথায় রাখতে হবে। কামিন্স আর মর্গ্যান দু’জনেই নিজেদের কোয়ারেন্টাইন শেষ করে খেলতে নেমে পড়েছে। কাজটা কিন্তু খুব একটা সহজ নয়। এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। প্রচণ্ড গরম এখানে।” কার্তিককে জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেও বা কেন টপ অর্ডার নিয়ে অত নাড়াচাড়া করতে গেলেন? নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে কি তাঁর এ নিয়ে কথা হয়েছে? এই প্রশ্নের কোনও জবাব দেননি তিনি।
অন্যদিকেজ মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা এই জয়ের পর অনেকটাই নিশ্চিন্ত। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করতে হয়েছিল মুম্বইকে। প্রথম ম্যাচে রোহিত নিজেও রান পাননি। কিন্তু এ দিন শুধু কেকেআরকে হারালেন না। একই সঙ্গে ম্যাচ সেরার ট্রফিও নিয়ে গেলেন। রোহিত বলেনজ “আমরা শুধু চেয়েছিলাম, নৃশংস ক্রিকেট খেলতে। সেই আমাদের প্ল্যান ছিল। নিজের ইনিংস নিয়ে বলতে হলে বলব, গত কয়েক মাস আমি ক্রিকেট খেলিনি। চেয়েছিলাম, ক্রিজে নেমে একটু সময় কাটাতে। প্রথম ম্যাচে হয়নি। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেটা সম্ভব হল।”