ফের বেলাগাম বিজেপি নেতা সায়ন্তন বসু। শিলিগুড়িতে একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি পুলিশকে নিশানা করে আক্রমণ শানান। অনুষ্ঠান মঞ্চ থেকে পুলিশকে তীব্র আক্রমণ করেন সায়ন্তন বসু।
গতকাল বিজেপির মিছিল মিছিল সুইমিং পুল থেকে বেরিয়ে হিলকার্ট রোড ধরে হাসপাতালের কাছে পৌঁছলে আটকাতে সেখানে পুলিশের তরফে ব্যারিকেড করা হয়। যদিও পুলিশের বাধা অতিক্রম করে বিজেপি কর্মী-সমর্থকরা মহকুমাশাসকের কার্যালয়ের দিকে এগোতে থাকেন। এরপরই হাশমিচকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। যদিও এই মিছিল আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের শুরু হয় খণ্ডযুদ্ধ।
পুলিশকে নিশানা করে সায়ন্তন বলেন, “এরপর যদি পুলিশ আমাদের মিটিংয়ের পারমিশন না দেয়, তা হলে পারমিশনের দরকার নেই। মঞ্চ খুলে নিয়ে যান। পরের মিটিং থানার ছাদে হবে। এটা আমার নির্দেশ। থানার ছাদে ওসি’র চেয়ার-টেবিল নিয়ে আসবেন। তার ওপর পা তুলে দাঁড়িয়ে সভা করব। পুলিশদের উদ্দেশ্যে বলছি, আর সময় নেই, এখনও শুধরে যান। উত্তরকন্যায় এখন তিনটে কাজ হয়। চিটফান্ডের টাকার হিসেব নিকেশ, তৃণমূলের মিটিং আর মজলিস। এর বাইরে উত্তরকন্যায় আর কোনও কাজ হয় না। এটাকে কেন রাখা হয়েছে জানি না।‘