আইপিএলে চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাডেজাকে একটি তরোয়াল দেওয়া স্মারক উপহার দিয়েছে৷ এই উপহারটি অল-রাউন্ডারকে ধন্যবাদ জানাতে দেওয়া হয়। প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিতে জাডেজার হাতে উপহারটি তুলে দেয়৷
স্মারকে লেখা “রাজপুত বয়”৷ তার পরে লেখা রয়েছে জাডেজার আইপিএল কৃতিত্ব৷ যাতে লেখা, আইপিএলে একশোর বেশি উইকেট এবং ১৯০০ বেশি রান করা একমাত্র ভারতীয় খেলোয়াড়। আইপিএলে যে কোনও বাঁ-হাতি স্পিনারের সর্বাধিক ১০৬ উইকেট৷
টুইটারে এই অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে সিএসকে-কে ধন্যবাদ জানান জাডেজা৷ যাতে তিনি লিখেছেন, ‘আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য চেন্নাই আইপিএল টিমকে ধন্যবাদ। এই একটি দারুণ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা আমার কাছে অত্যন্ত সম্মানের৷ চিরদিন এটা আমার স্মরণে থাকবে৷ মরশুম শুরু অপেক্ষায় রইলাম’।
জাডেজা সিএসকে শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য৷ লো-অর্ডারের তাঁর উপযোগী ব্যাটিং এবং মূল স্পিনার হিসাবে দলের গুরুত্বপূর্ণ সদস্য। ব্যক্তিগত কারণেই আইপিএল ২০২০ থেকে বিদায় নেওয়া হরভজন সিংয়ের অনুপস্থিতিতে জাদেজা সিএসকে একাদশে লিড স্পিনার হতে চলেছেন।