কেশপুর থানা থেকে সামান্য দুরত্বে দামোদরচক গ্রাম। সেখানেই পারিবারিক বিবাদের জেরে বোমাবাজিতে মৃত্যু হল এক কিশোর-সহ দুজনের। আহত আরও দুই। জানা গেছে, সন্ধ্যা ৭ টা নাগাদ ঘটনা ঘটেছে। কেশপুরের দামোদরচকের বাসিন্দা কাকা শেখ আক্তারের সঙ্গে তাঁর ভাইপো শেখ সেলিমেপ বিষয়সম্পত্তি নিয়ে বিবাদ দীর্ঘদিনের বিবাদ। সেই বিবাদের জেরেই গতকাল সন্ধেয় বচসা চরমে ওঠে, যা রূপ নেয় সংঘর্ষের।
অভিযোগ, কাকা শেখ আক্তারের লোকজনদের বোমাবাজি জেরে মৃত্যু হয় সেলিমের ভাই, ৪২ বছরের যুবক শেখ নাসিরের। বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যায় শেখ মাজহার নামে ১৪ বছর বয়সের এক কিশোর।
মৃত নাসিরের দাদা শেখ তানসুরের দাবি, “কেশপুর কলেজের সামনে একটি জমি নিয়ে আমাদের কাকার সঙ্গে অনেক দিনের ঝামেলা। জমিটি আমাদের হলেও জোর করে কাকা কব্জা করতে চাইছে, রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে। আমরা বহুবার ব্লক সভাপতি, থানার বড়বাবু এবং বিধায়ক শিউলি সাহার দ্বারস্থ হয়েছি কিন্তু কেউই বিষয়টির মীমাংসা করেননি। তাহলে আজ দুটো প্রাণ চলে যেত না।”