তৃণমূলের উদ্যোগে বৃহস্পতিবার জিএসটি ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল ৮টি বিরোধী দল। কিন্তু সে কর্মসূচীতে কংগ্রেসকে ডাকা হয়নি। এর কারণ ব্যাখ্যা করতে বাংলায় বিজেপির সঙ্গে কংগ্রেস হাত মিলিয়ে চলছে বলে দাবি করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।
জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির প্রাপ্য টাকা আটকে থাকার প্রতিবাদে মূলত তৃণমূলেরই উদ্যোগে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দিয়েছে এসপি, টিআরএস, ডিএমকে, শিবসেনা, আরজেডি, এনসিপি। পোস্টার এবং খালি থালা হাতে নিয়ে ওই বিক্ষোভে কিন্তু কংগ্রেসকে ডাকা হয়নি। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক প্রথমে জানান, কংগ্রেসকে নিয়ে বিভিন্ন দলের কিছু সমস্যা রয়েছে। তাই তাদের ডাকা হয়নি। উদাহরণ হিসেবে তিনি মনে করিয়ে দেন, গত ২৬ অগস্ট সনিয়ার ডাকা বৈঠকে বিভিন্ন অ-বিজেপি দলকে ডাকা হয়নি। পাশাপাশিই মন্তব্য করেন, কংগ্রেস ‘বড়দা’র মতো আচরণ করবে। আর অন্যান্য দল সেগুলো দিনের পর দিন মেনে নেবে, সেটা সম্ভব নয়! তার পরে ডেরেক আরও স্পষ্ট ভাবে জানান, কংগ্রেসকে সঙ্গে নিয়ে লড়তে তাঁদেরও যথেষ্ট আপত্তি রয়েছে।
ডেরেক বলেন, ‘বাংলায় কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে, বিজেপি-র সুবিধা করে দেবে আর আশা করবে সংসদে আমরা কংগ্রেসকে সঙ্গে নিয়ে কাজ করব? এটা হতে পারে না।’ শুধু এই কর্মসূচীতে নয়, আগামী দিনেও জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলার ইচ্ছা যে তৃণমূলের নেই, সে ইঙ্গিতও ডেরেক দিয়েছেন। তাঁর কথায়, ‘সংসদ চলাকালীন কংগ্রেসের সঙ্গে তৃণমূল নিরাপদ দূরত্ব বহাল রেখে চলবে।’ ডেরেক জানিয়েছেন, এই সিদ্ধান্ত তৃণমূলের সংসদীয় দলের নয়। সর্বোচ্চ নেতৃত্বের।