ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদে বাদল অধিবেশন শুরুর দিনেও সরে এলেন না রাহুল। ভারতের বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশবাসীকে নিজেদের প্রাণ নিজেদেরই বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন রাহুল। তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় ময়ূর নিয়ে ব্যস্ত। তাই নিজের প্রাণ নিজেরাই বাঁচান।
ওয়ানাড়ের সাংসদ সোমবার সকালে হিন্দীতে টুইট করে বলেন, ‘ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এই সপ্তাহে ৫০ লাখ ছাড়িয়ে যাবে ও অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। একজন মানুষের অহঙ্কারের ফলেই অপরিকল্পিত লকডাউন হয়েছে, তার ফলে গোটা দেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মোদী সরকার বলছে আত্মনির্ভর হতে। তার মানে আপনারা নিজেদের প্রাণ বাঁচান। কারণ প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে ব্যস্ত আছেন।’
এই এক টুইটেই একদিকে ভারতের করোনা পরিস্থিতি ও অন্যদিকে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের দায়িত্বজ্ঞানহীনতার দিকটি তুলে ধরতে চেয়েছেন এই কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, কোনও রকমের পরিকল্পনা ছাড়াই লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র। তার ফলেই আজ সংক্রমণ এভাবে রেকর্ড ভাঙছে। কিছুদিন আগে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে ময়ুরদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। এই ঘটনার ভিডিও প্রকাশ পেয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই প্রসঙ্গকেও তুলে আনলেন রাহুল।