ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী-সহ বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা চলতি বছরের মধ্যে করোনা ভ্যাকসিন চলে আসবে বলে দাবি করলেও ২০২০ সালের শেষে ভ্যাকসিন পাওয়ার আশায় জল! বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উত্পাদনকারী সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট জানিয়ে দিল, ২০২৪ সালের আগে বিশ্বের প্রতিটি মানুষ ভ্যাকসিন পাবে না৷ সবার ভ্যাকসিন পেতে পেতে ২০২৪ সালের শেষ হয়ে যাবে৷
সিরাম ইনস্টিটিউট -এর সিইও আদর পুনাওয়ালা একটি সাক্ষাত্কারে জানান, কম সময়ের মধ্যে বিশ্বের প্রতিটি মানুষকে ভ্যাকসিন জোগাতে প্রস্তুত নয় ফার্মা সংস্থাগুলি৷ তাঁর কথায়, ‘এই গ্রহের সব মানুষকে ভ্যাকসিন দিতে হলে আরও ৪ থেকে ৫ বছর লাগবে৷’ এর আগে তিনি জানিয়েছিলেন, প্রত্যেককে ২ ডোজ করে ভ্যাকসিন দিতে গেলে বিশ্বে ১৫০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন৷
প্রসঙ্গত, অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্সের সঙ্গে মিলে ১০০ ডোজ করোনা ভ্যাকসিন তৈরি করার দায়িত্ব পেয়েছে সিরাম ইনস্টিটিউট৷ এর মধ্যে ৫০ শতাংশ ভারত পাবে৷ এছাড়া রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি উত্পাদনের জন্যও রুশ সংস্থা গামালেয়া রিসার্চের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে তারা৷ পুনাওয়ালার কথায়, ‘আমি জানি, এ ব্যাপারে বিশ্ব ইতিবাচক হতে চাইছে৷ কিন্তু কোনও সংস্থাই এখনও পর্যন্ত ভ্যাকসিন পরীক্ষার সম্পূর্ণ নিরাপদ চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি যেতে পারেনি৷’