কয়েকদিন আগে তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেছিলেন আমরা ক্ষমতায় এলে পুলিশের পুলিশের ছেলেমেয়ে ডাক্তার-ইঞ্জিনিয়র হবে না। তাদের পরিযায়ী শ্রমিক করে ছাড়ব। আজ আবার পুলিশকে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বেলঘরিয়ায় দলীয় চা চক্রে যোগ দিয়ে তিনি পুলিশকে নিশানা করেন দিলীপ ঘোষ।
তিনি বলেন, “পুলিশের চাকরি ছেড়ে এখন সবজি বিক্রি করা শুরু করুক। কতগুলো ওসি এবং আইসি’র মেরুদণ্ড নেই। আমার দুঃখ হয় পুলিশকে দেখে, লজ্জা হয়। পুলিশের চাকরি ছেড়ে দিয়ে তারা এখন সবজি বিক্রি করুক। এতে সম্মান পাবে, পয়সা পাবে। অন্তত আপনার ছেলে বলতে পারবে আমার বাবা সবজি বিক্রি করে। আজ যদি কোনও পুলিশের ছেলে বলে আমার বাবা পুলিশ, উত্তরে তাকে থেকে শুনতে হয়, ‘তোর বাবা পুলিশ’। এই কথা শুনতে হয় পুলিশের সন্তানদের”।
পাশাপাশি তিনি পানিহাটি পুরসভার পুরপ্রশাসক নির্মল ঘোষেরও সমালোচনা করেন। তিনি পানিহাটিতে নির্মল ঘোষের পরিবারতন্ত্র নিয়েও অভিযোগ তোলেন। এর জবাব দিয়ে নির্মল ঘোষ বলেন, “দিলীপ ঘোষের বিজেপিতে আসার আগে থেকেই আমার পরিবার পানিহাটির রাজনীতির সঙ্গে যুক্ত। পানিহাটির পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর ছিল আমার ভাই ও মেয়ে”।