চলতি মাসেই ঝুপড়ি উচ্ছেদ করে দেওয়া হবে বলে নোটিশ জারি করে দিল্লীর বস্তিবাসীদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। এদিন এমনই অভিযোগ করল আম আদমি পার্টি। এই উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে আপ সুপ্রিম কোর্টে যাবে বলেও জানান হয়েছে দলের পক্ষ থেকে। যদিও দিল্লী বিজেপির পক্ষ থেকে আপের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে নস্যাৎ করে বলা হয়েছে, আম আদমি পার্টির ঝুপড়ি উচ্ছেদের মতো অসত্য অভিযোগের মতো নিন্দনীয় আর কিছুই হতে পারে না।
আপের মুখপাত্র রাঘব চাড্ডা প্রকাশ্যে সেই নোটিশ ছিঁড়ে ফেলে সাংবাদিকদের জানিয়েছেন, “যতদিন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল জীবিত রয়েছেন, ততদিন দিল্লীর একজন বস্তিবাসীকেও উচ্ছেদ করা যাবে না।” যাতে কারও ঘর ভেঙে দেওয়া না যায় তা নিশ্চিত করতে দলীয় মুখপাত্র একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করার কথাও জানিয়ে দেন। সুপ্রিম কোর্ট সাম্প্রতিক একটি রায়ে আগামী তিন মাসের মধ্যে রেললাইন বরাবর ৪৮ হাজার ঝুপড়ি উচ্ছেদের রায় দিয়েছে।
আপ এই উচ্ছেদের বিরোধিতা করবে জানিয়ে চাড্ডা বলেন, “অরবিন্দ কেজরিয়াল বস্তিবাসীদের জন্য একটি নিখুঁত কার্যকরী পরিকল্পনা তৈরি করছেন। একজন বস্তিবাসীরও ঘর যাতে ভাঙা না পড়ে সেটা নিশ্চিত করবে ওই পরিকল্পনা এবং কার্যক্রম। মানুষকে গৃহহীন করে দেওয়ার যে পরিকল্পনা বিজেপি করেছে সেটা ব্যর্থ হবে। যদি প্রয়োজন হয় আমরা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব এবং রাস্তায় নেমে লড়াই করব। বিকল্প বাসস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা না করে দিল্লির একটি বস্তিও উচ্ছেদ করা যাবে না।”