করোনার জেরে বিধ্বস্ত গোটা বিশ্ব। এখনও মৃত্যুমিছিল গুনছে বহু দেশ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, আবার আগের মতো ঘুরে দাঁড়াতে পারবে গোটা বিশ্ব তা অজানা। কিন্তু তারই মধ্যে এক ভয়ানক বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেসিয়াস। তিনি ঘোষণা করলেন, ‘এখন থেকেই প্রস্তুতি নিতে হবে পরবর্তী মহামারীর জন্য। করোনাই শেষ নয়’।
জেনিভায় একটি সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, “ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মহামারী বা অতিমহামারী পৃথিবীর নানা দেশেরই অঙ্গ। ফলে একথা নিশ্চিত করে বলা যায়, এটাই শেষ অতিমারী নয়। তবে পরবর্তী অতিমারী যখন আসবে, তখন আজকের থেকে অনেক বেশি প্রস্তুত থাকবে গোটা বিশ্ব। কারণ এই অতিমারী বড়সড় শিক্ষা দিয়ে গিয়েছে বিশ্ববাসীকে।”
একইসঙ্গে তিনি এও জানান, এই মহামারী থেকে শিক্ষা নিয়ে প্রতিটি দেশের সরকার যেন জনস্বাস্থ্য খাতে খরচ বাড়ায় আরও। তাহলে এই লড়াই লড়তে ভবিষ্যতে অনেকটাই সুবিধা হবে।
ইতিমধ্যেই প্রায় ৯ লক্ষ মানুষ মারা গেছেন এই সংক্রমণে। গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের ইউহান শহরে আত্মপ্রকাশ করে করোনাভাইরাস। তারপর এই মারণ ভাইরাস চীন পেরিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।