গতকাল নর্থ ক্যারোলিনার উইলমিংটন শহরে ভোট প্রচারের বক্তৃতা রেখেছেন ট্রাম্প। খোলা মঞ্চে, প্রকাশ্যে আসন্ন নির্বাচনে সমর্থকদের দু-দুবার করে ভোট দিতে বললেন তিনি। এমন বেআইনি কাজের কথা বেশ জোরের সঙ্গে বললেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ তিনি নিশ্চয় খুব ভালই জানেন, দু’বার ভোট দেওয়া আইনত অপরাধ। তার পরেও ট্রাম্পের এমন দাবি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মঞ্চে সমালোচনার জন্ম দিয়েছে।
যদিও ভোট প্রচার করতে উইলমিংটন যাননি ট্রাম্প। তিনি গেছিলেন, এই শহরটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঐতিহাসিক শহর হিসেবে ঘোষণা করার জন্য। শহরটিকে আনুষ্ঠানিক ভাবে ‘আমেরিকান ওয়ার্ল্ড ওয়ার টু হেরিটেজ সিটি’ ঘোষণা করার পরে বক্তৃতা রাখার সময়ে ট্রাম্প আচমকাই ভোটের প্রসঙ্গে চলে যান। এবং এমন মন্তব্য করেন।
এমন বক্তব্যের পরে অভিযোগ উঠেছে, বেআইনি ভোটদানকে প্রকাশ্যে সমর্থন করছেন ট্রাম্প। নর্থ ক্যারোলিনার অ্যাটর্নি জেনারেল জশ স্টেইন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনি প্রকাশ্য জনসভায় সাধারণ মানুষকে আইন ভাঙতে উস্কানি দিয়েছেন। ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর রিপাবলিকান পার্টি আসন্ন নির্বাচনে অন্যায় হস্তক্ষেপের চেষ্টা করছে।
প্রসঙ্গত, এবারের করোনা পরিস্থিতিতে ডাক যোগে ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমেরিকায়। তবে কেউ চাইলে তিনি বুথে গিয়েও দিতে পারেন ভোট।