মস্কোয় চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর। শুক্রবার সরকারি সূত্রে এ কথা জানানো হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) কী ভাবে স্থিতাবস্থা ফিরিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হবে দু’জনের মধ্যে।
পূর্ব লাদাখে সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে ভারত-চীন সম্পর্কে যে প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা নিরসনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক চায় চীন। ভারতের প্রতিবেশী দেশের প্রতিরক্ষামন্ত্রী নিজেই বৈঠকের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে এখন রাশিয়ায় রয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চীনের প্রতিরক্ষামন্ত্রীও একই কারণে এখন রাশিয়ায়। সাংহাই মিটের বাইরে তিনি আলাদা করে রাজনাথের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে চেয়েছেন। এই মর্মে তাঁকে প্রস্তাবও দেওয়া হয়েছে। সীমান্ত ইস্যুতে চীনের প্রতিরক্ষা মন্ত্রক আগেও কয়েক বার বৈঠক করতে চেয়েছে। গত মে মাসে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয় বার তারা ভারতের কাছে বৈঠকের আর্জি পেশ করল।
জেনারেল উই ফেঙ্গে চিনের ক্ষেপণাস্ত্র বাহিনীর কম্যান্ডার ছিলেন। বর্তমানে চিনের স্টেট কাউন্সিলরও তিনি। সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্যও। ভারত ও চিন, দুই দেশের প্রশাসনিক কর্তাদের মধ্যে লাদাখ নিয়ে এমন বৈঠক এই প্রথম। তাই বৈঠকের নির্যাস কী বেরিয়ে আসে, সেদিকেই এখন তাকিয়ে কূটনৈতিক মহল। রাজনাথ ও উই ফেঙ্গের বৈঠকের পর, আগামী ১০ সেপ্টেম্বর মস্কোয় চীনা বিদেসশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করবেন এস জয়শঙ্করও।