ভারতীয় বায়ুসেনা ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে যুদ্ধবিমানের জরুরি অবতরণের জন্য রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হল বেলদায়। ইতিমধ্যেই রাস্তার দু’ধারে থাকা গাছ কাটার কাজ শুরু হয়েছে। চলছে মাপ-জোকও।
ভারত-চীন সীমান্ত এলাকায় যখন উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে, ঠিক সেই সময়েই দেশের মধ্যে মোট ১৩টি জায়গায় এই আপৎকালীন যুদ্ধবিমান ওঠানামার পরিকাঠামো গড়ার কাজ শুরু করলে ভারতীয় বায়ুসেনা। তার মধ্যেই একটি পশ্চিম মেদিনীপুরের বেলদার বাখরাবাদ। সূত্রের খবর, বাখরাবাদ থেকে পোক্তাপুল পর্যন্ত ৬০ নম্বর জাতীয় সড়কের দু’দিকে থাকা বড় বড় গাছ গুলিকে কেটে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়ে গিয়েছে। দু’পাশে প্রায় ৩০ মিটার করে জায়গা বাড়ানো হচ্ছে। মোট রানওয়ের দৈঘ্য হবে ৫ কিলোমিটার। যাতে স্বয়ংক্রিয় বেশ কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে গোটা প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগবে। আপাতত প্রাথমিক পর্যায়ের কাজ চলছে।
উল্লেখ্য, বহুদিন আগেই ওই বাখরাবাদ এলাকায় রানওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘটনাচক্রে তা ফলপ্রসূ হয়নি। অবশেষে শুরু হল কাজ। কিন্তু বাখরাবাদকেই বেছে নেওয়া হল রানওয়ে নির্মাণের জন্য? বেলদার অদূরে খড়গপুরের সালুয়াতে ভারতীয় বায়ুসেনার এয়ারবেস ক্যাম্প রয়েছে। সেই কারণেই বাছা হয়েছে বাখরাবাদকে। জানা গিয়েছে, বাকি ১২টি রানওয়েও এয়ারবেস ক্যাম্পের কাছেই তৈরি করা হবে।