অতল আতঙ্কের দিনগুলো পিছনে ফেলে, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলা। ৮৩.৫৩ শতাংশ সুস্থতার হারই বলে দিচ্ছে, বাংলায় করোনা পরিস্থিতি ধীরেধীরে নিয়ন্ত্রণে আসছে। বুধবার সারাদিনে প্রায় ৪৪ হাজারের বেশি নমুনা টেস্ট হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে ২৯৭৬ জনের।
স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কোভিডের নমুনা টেস্টের সংখ্যা ১৯ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ১২০ টি নমুনা টেস্ট হয়েছে। সবমিলিয়ে রাজ্যে ১৯ লক্ষ ৭৫ হাজার ৪৯৩ টি নমুনা টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে টেস্টের হার যথেষ্ট ভালো। প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২১ হাজার ৯৫০ জনের। মোট নমুনা টেস্টের ৮.৫৪ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে।
২ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৪০ হাজার ৯১৩ জন। এর মধ্যে শুধু মঙ্গলবারই করোনা মুক্ত হয়েছেন ৩,২৯৭ জন। পশ্চিমবঙ্গে ২ সেপ্টেম্বর পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থতার হার ৮৩.৫৩ শতাংশ।