গত সোমবারই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা ‘ওপেন বুক’ পদ্ধতিতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার ২ দিনের মধ্যে ওই সিদ্ধান্ত কার্যকর করে আজ পরীক্ষার বিধিনিয়ম ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন বিভাগে চলবে পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আজ পরীক্ষার যে বিধিনিয়ম প্রকাশ করা হয়েছে, তা হল,
১. পরীক্ষা হবে ওপেন বুক পদ্ধতিতে
২. পরীক্ষা দেওয়া যাবে অনলাইনে। হলে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনও ব্যবস্থা থাকবে না।
৩. ইমেইল বা হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পৌঁছবে পরীক্ষার্থীর কাছে।
৪. ইমেইল বা হোয়াটসঅ্যাপেই উত্তরপত্র জমা দিতে হবে।
৫. প্রশ্নপত্র পাওয়ার পর থেকে উত্তরপত্র জমা দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় পাবেন পরীক্ষার্থীরা।
৬. যেটুকু সিলেবাস পড়ানো হয়েছে,সেটার ওপরেই প্রশ্ন হবে। গোটা সিলেবাসের ওপর পরীক্ষা হবে না।
৭. এই খাতা দেখবেন সংশ্লিষ্ট কলেজেরই অধ্যাপকরা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আরও জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থী চাইলে বিশ্ববিদ্যালয়ে এসেও তার উত্তরপত্র জমা দিতে পারে।