মঙ্গলবার থেকেই শুরু হল তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়ার সুযোগ। তবে এখনও সামাজিক দূরত্ব রক্ষা-সহ অন্যান্য করোনা বিধি মেনেই চলতে হবে। মন্দির আগে খুললেও বন্ধ করে দেওয়া হয়েছিল গর্ভগৃহে প্রবেশ।
পুজো দেওয়া গেলেও এতদিন গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না ভক্তদের। গর্ভগৃহের বাইরে দাঁড়িয়েই সেবাইতদের মাধ্যমে পুজো দিতে হচ্ছিল। মঙ্গলবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল তারাপীঠ মন্দির কমিটি ও তারামাতা সেবায়েত সংঘ। তবে জানানো হয়েছে, পুরোহিত কিংবা ভক্ত সবাইকেই মেনে চলতে হবে সরকারি বিধি নিষেধ।
লকডাউনের জেরে মার্চ মাসের শেষ দিকেই অন্য দেবস্থানের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় তারাপীঠ মন্দির। ফের খোলে রথযাত্রার দিন। কিন্তু জুলাই মাসে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ১ অগস্ট থেকে আবার বন্ধ হয়ে যায় মন্দির।
প্রসঙ্গত, তারাপীঠের ইতিহাসে এই প্রথমবার কৌশিকী অমাবস্যাতেও ভক্তদের জন্য বন্ধ ছিল তারাপীঠ মন্দিরের দরজা। প্রতিবার তারাপীঠে লাখ লাখ মানুষের ঢল নামে কৌশিকী অমাবস্যায়। এবার করোনা পরিস্থিতিতে কার্যত ফাঁকা ছিল তারাপীঠ মন্দির চত্বর।