২০১৯–এর মে মাসের পর কোনও টি২০ আন্তর্জাতিকে খেলেননি তিনি। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজেও দলে নেই তিনি। কিন্তু আগামী টি২০ বিশ্বকাপে ভারতে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট।
রুট বলেছেন, আগামী টি২০ বিশ্বকাপে খেলার ব্যাপারে আমি আশা ছাড়ছি না। আবার বাস্তবটাও জানি। আমি চাই ইংল্যান্ড ভাল খেলুক, বিশ্বকাপ জিতুক। যদি আমি সেরা এগারোয় বা দলে নাও থাকি, কোনও অসুবিধে নেই। যারা দলে থাকবে, আমার সমর্থন থাকবে প্রত্যেকের সঙ্গে। জানি (টি২০) দলে সুযোগ পাওয়া কতটা কঠিন তবুও হাল ছাড়ব না।
মহামারীর জেরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ক্রিকেট ফিরে এসেছিল ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে। সেই সিরিজ এবং পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজও জিতেছে ইংল্যান্ড, রুটের নেতৃত্বে। ৯৭টি টেস্ট এবং ১৪৬টি একদিনের আন্তর্জাতিক খেললেও রুটের নামের পাশে লেখা রয়েছে মাত্র ৩২টি টি২০ ম্যাচ।