সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর তদন্তভার সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পর থেকেই তদন্তে আগের তুলনায় গতি এসেছে। একাধিক টিমে ভাগ হয়ে তদন্ত শুরু করেছেন সিবিআইয়ের আধিকারিকরা। একের পর এক জেরাও শুরু হয়েছে। এবার যেমন সুশান্ত সিংহ রাজপুত রহস্য মৃত্যুকাণ্ডে সিবিআই-এর মুখোমুখি হতে হল রিয়া চক্রবর্তীকে। শুক্রবার সকাল ১০টার সময় তিনি তদন্তকারীদের মুখোমুখি হন। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। মনে করা হচ্ছে অভিনেত্রীকে কয়েক ঘণ্টা ধরে দীর্ঘ জেরা করবেন গোয়েন্দারা। বৃহস্পতিবার রিয়ার ভাই শৌভিককেও অনেক ক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শুরু হওয়ার ১৪ ঘণ্টা পরে রাত ১টা নাগাদ শেষ হয় শৌভিকের ম্যারাথন জেরাপর্ব। এর আগে ইডি-র মুখোমুখিও হয়েছেন দুই ভাইবোন।
প্রসঙ্গত, গত ১৪ জুন মুম্বইয়ে নিজের বাড়িতে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ। তারপর থেকে প্রায় প্রতিদিনই এই ঘটনার চাঞ্চল্যকর দিক সামনে আসছে। প্রথমে ঘটনার তদন্ত করছিল মুম্বই পুলিশ। কিন্তু পরে সুশান্তের বাবা কেকে সিংহ অভিযোগ দায়ের করেন পটনার রাজীবনগর থানায়। তাঁর অভিযোগ, সুশান্তের অর্থ নয়ছয় করেছেন রিয়া এবং চক্রবর্তী পরিবারের বাকি সদস্যরা। কেকে সিংহের অভিযোগের ভিত্তিতে বিহার পুলিশও এই তদন্তে সামিল হয়। গত ১৯ আগস্ট এই মৃত্যুরহস্যের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট। পরের দিন থেকেই সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল বা সিট কাজ শুরু করে। সিবিআই ছাড়াও তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।