এবার লাদাখ সীমান্তে ৫জি পরিষেবা চালু করতে নতুন করে কাজ শুরু করল চীন। গত জুন মাস থেকেই লাদাখ সীমান্তে চীন ও ভারতের মধ্যে সমস্যা শুরু হয়েছে। ভারতের সীমান্তে প্যানগং লেকের একাংশকে নিজেদের বলে দাবি করে, সেখানে তাঁবু খাটিয়ে রেখেছে চীন। সীমান্ত দ্বন্দ্ব মেটাতে দুই দেশই সামরিক পর্যায়ে বৈঠক করে চলেছে। এরই মাঝে একেবারে সীমান্ত লাগোয়া অংশে (ডেমচক) কাজ শুরু করে দিয়েছে চীন।
সূত্রের খবর, সীমান্ত অঞ্চলে নিজেদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই চীনা ফৌজ এই ৫জি পরিসেবা চালু করার কাজে গতি এনেছে। অন্যদিকে, প্যানগং লেকের একাংশে দীর্ঘদিন ধরেই সেনা তাঁবু তৈরি করে রেখেছে চীন। ভারতের আপত্তি সত্ত্বেও সেখানে লাল ফৌজের তাঁবুর সংখ্যা তো কমেইনি, উল্টে নতুন আরও কিছু তাঁবু সেখানে তৈরি করেছে তাঁরা। এছাড়া সেনা সূত্রে খবর, লাইন অফ একচুয়াল কন্ট্রোলে চীনা সেনাদের গতিবিধি ক্রমশই বেড়ে চলেছে। সেই কারণে বাধ্য হয়ে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারতও।
সূত্রের খবে, এখনও পর্যন্ত তিনগুণ বেশি ভারতীয় সেনা লাদাখ সীমান্তে মোতায়েন করা হয়েছে। গোটা গতিবিধির উপর নজর রেখেছে সেনা। এদিকে, সীমান্তে সেনা কার্যকলাপ বজায় রাখলেও মুখে অবশ্য শান্তির কথাই বলছে চীন। লাদাখ সীমান্তে সংঘর্ষ নিয়ে চীনের রাষ্ট্রদূত সান ওয়েডং সম্প্রতি বলেন, লাদাখ সীমান্তে যা ঘটে গিয়েছে তা সত্যিই দুর্ভাগ্যজনক। চীন হোক বা ভারত, কেউই সীমান্তে এই সঙ্ঘর্ষ দেখতে চায়নি। এখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার সম্পূর্ণ চেষ্টা চলছে। আশা করা যায় আলোচনার মাধ্যমেই যাবতীয় সমাধান বেরিয়ে আসবে।