শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার এই কথাই জানা গেল জাপানের জাতীয় সংবাদ সংস্থা এনএইচকে সূত্রে। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
জাপানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী শিনজো আবের শারীরিক অবস্থা ভাল নয়। মাঝে মাঝে জ্বর আসছে ও শরীর দুর্বল হয়ে পড়ছে। এর ফলে গত কয়েকদিনের মধ্যে দু’বার হাসপাতালেও যান তিনি। তখনই তাঁর পদত্যাগের বিষয়ে জল্পনা তৈরি হয়। শুক্রবার সেই জল্পনা সত্যি করে জাতীয় সংবাদ সংস্থা এনএইচকে-এর তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী আবের শারীরিক অবস্থা ভাল নয়। যতদিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। এর ফলে দেশকে নেতৃত্ব দিতে সমস্যা হচ্ছে বলেই তিনি মনে করছেন। তাই দেশের উন্নয়নের স্বার্থে পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখনও পর্যন্ত সরকারিভাবে একথা ঘোষণা করা হয়নি। খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৭ আগস্ট শারীরিক পরীক্ষার জন্য সোমবার সকালে জাপানের রাজধানী টোকিও‘র কেইও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে গিয়েছিলেন শিনজো আবে। সরকারিভাবে জানানো হয়, এটা কোনও সরকারি সফর ছিল না। বর্তমানে গরমের ছুটিতে থাকা প্রধানমন্ত্রী একদিনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন। সন্ধ্যাবেলায় ফিরেও আসেন।