সাতসকালেই দুর্ঘটনা। আমেদাবাদে শপিং কমপ্লেক্স ভেঙে মৃত্যু হল একজনের। উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ২ জনকে। কুমের নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ২ জনকে জখম অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেতরে আরও কেউ আটকে আছেন কি না, তার খোঁজ চলছে।
একদিন আগেই গুজরাতের ভারুচের একটি গ্রামে একটি দেওয়াল ভেঙে পড়ে দুই নাবালিকা বোনের মৃত্যু হয়। দেওয়াল ভেঙে পড়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই আমেদাবাদের শপিং মল ভেঙে পড়ার ঘটনা ঘটল। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষের মধ্যে।
আমেদাবাদের কুবেরনগর এলাকার একটি দোতলা শপিং কমপ্লেক্সের বিল্ডিং শুক্রবার সকালে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে খবর দেন স্থানীয়রা। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ। আধিকারিকরা জানিয়েছেন একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।