বার্সেলোনায় লিওনেল মেসিকে আর খেলতে দেখা যাবে কিনা, তা নিয়ে ক্রমশ জল্পনার মেঘ পুঞ্জীভূত হচ্ছে। এরইমধ্যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানালেন, তিনি জুভেন্তাসেই থাকছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি। সেখানেই লেখেন, জুভেন্তাসের হয়ে এবার ইতালি, ইউরোপ এবং গোটা বিশ্ব জয়ের জন্য তৈরি হচ্ছি। আর তারপরই তাঁর দল ছাড়ার জল্পনার অবসান ঘটল। তবে আসন্ন মরশুমে তাঁর পাশে খেলতে দেখা যেতে পারে মেসির সতীর্থ সুয়ারেজকে।
ইতিমধ্যেই তাঁর জুভেন্তাসে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। কারণ আগামী মরশুমে সুয়ারেজকে যে দলে রাখা হবে না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন বার্সেলোনার নয়া কোচ। আর এরপরই উরুগুয়ান তারকাকে সই করাতে চাইছে ইতালির ‘দ্য ওল্ড লেডি’। একদিকে চ্যাম্পিয়ন্স লিগে দলের অন্যান্য খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্স। অন্যদিকে, করোনার কারণে আর্থিক ক্ষতি কমাতে রোনাল্ডোকে বিক্রি করে দেওয়ার জল্পনা। সব মিলিয়ে ফুটবল মহলে জল্পনা ছড়িয়েছিল, জুভেন্তাস ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো।
বিশ্ব ফুটবল মহলে খবর ছড়িয়েছিল, সি আর সেভেনের এজেন্ট নাকি পিএসজি-সহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনাতেও বসেছেন। এমন খবরও ছড়ায়। তবে সেই সব জল্পনায় জল ঢেলে দিলেন পর্তুগিজ তারকা। নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘‘জুভেন্তাসের হয়ে নিজের তৃতীয় মরশুম শুরু করতে চলেছি। আগের মতোই এখনও খেলার প্রতি আমার সমান উদ্দীপনা এবং উচ্চাকাঙ্খা রয়েছে। দলের সহ-খেলোয়াড় ও অন্যান্যদের সাহায্যে জুভেন্তাসের হয়ে ইতালি, ইউরোপ এবং গোটা বিশ্ব জয় করতে আমরা লড়াই করব।’’
এদিকে, রোনাল্ডোর জুভেন্তাসে থেকে যাওয়ার পাশাপাশি আগামিদিনে জুভে সমর্থকদের জন্য আরও সুখবর হয়তো আসতে চলেছে। নয়া কোচ আন্দ্রে পিরলো ইতিমধ্যে নাকি সুয়ারেজকে দলে নেওয়ার ইচ্ছাপ্রকাশও করেছেন। এমনকী জুভেন্তাস প্রাথমিক কথাবার্তাও শুরু করে দিয়েছে। কারণ আগামী মরশুমে যে উরুগুয়ান তারকাকে দলে রাখবে না বার্সা, তা কার্যত পরিস্কার করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এখন দেখার মেসির পর তাঁরই চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর সঙ্গে সুয়ারেজকে খেলতে দেখা যায় কি না।