করোনা সংক্রমণের ভয়ে চলতি বছর বিদেশে পাড়ি দিয়েছে আইপিএল। আগামী ১৭ সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু তার আগেই বড়সড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। শুক্রবার প্র্যাকটিস সেশনে নামার কথা ছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই দলের। কিন্তু সেই প্র্যাকটিস আর হচ্ছে না। কারণ চেন্নাই সুপার কিংস দলের বেশ কিছু সাপোর্ট স্টাফ এবং এক পেসাসের শরীরে আজ করোনা ভাইরাস ধরা পড়েছে।
গত ২১ আগস্ট ভারতে দুদিনের প্রস্তুতি শিবির সেরে দুবাইতে পৌঁছয় চেন্নাই সুপার কিংস। সেখানে ১ সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর আজ ২৮ আগস্ট থেকেই সেখানকার মাঠে প্র্যাকটিস করার কথা ছিল ধোনি-রায়নাদের। কিন্তু বেশ কিছু সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ার কারণে আরও কিছু দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ধোনিবাহিনীকে।
বিসিসিআইয়ের প্রোটোকল অনুযায়ী ইতিমধ্যে তিন বার করোনা টেস্ট হয়ে গিয়েছে সমস্ত ফ্রাঞ্চাইজির প্লেয়ারদের। এখনও অবধি অন্য কোনও দলের করোনা আক্রান্ত হওয়ার খবর না এলেও চেন্নাই শিবিরে বড় ধাক্কা লেগেছে। সূত্রের খবর, চেন্নাইয়ের সমস্ত কর্মী থেকে ক্রিকেটারদের আজ আবার করোনা টেস্ট হয়েছে। কিন্তু কোন প্লেয়ার বা কোন কোন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন, সেই বিষয়ে এখনও অবধি কিছুই জানানো হয়নি চেন্নাই সুপার কিংসের তরফে।
তবে আইপিএলের এক সিনিয়র কর্মকর্তার কথায়, “চেন্নাইয়ের একজন ডানহাতি মিডিয়াম পেসার করোনা আক্রান্ত হয়েছেন, যাঁকে ভারতীয় দলের হয়ে কিছু দিন আগেই খেলতে দেখা গিয়েছিল। আর চেন্নাই দলের বেশ কিছু সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন।” আইপিএলের সেই সিনিয়র কর্মকর্তা আরও বলছেন, “যতদূর আমরা জানি যে, চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের একজন সিনিয়র অফিসার, তাঁর স্ত্রী এবং দলের সোশ্যাল মিডিয়া টিমের দুজন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।”