দম্ভ এবং অহঙ্কারের কারণেই নিট ও জয়েন্টের পরীক্ষা পিছোতে রাজি হচ্ছে না মোদী সরকার। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এই ভাষাতেই কেন্দ্রকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিট ও জয়েন্ট পিছনোর দাবিতে এদিন গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে বসে তৃণমূল ছাত্র সংগঠন। সেখানেই কেন্দ্রীয় সরকার তথা পরীক্ষা নিয়ামক সংস্থার তরফ থেকে দেশের সুপ্রিম কোর্টকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অভিষেক।
ছাত্র-যুবদের স্বার্থের কথা ভেবেই নিট এবং জয়েন্ট পিছিয়ে দেওয়ার দাবি তৃণমূল তুলেছে বলে অভিষেক জানান। ৬টি রাজ্যের সরকার যে এই মুহূর্তে পরীক্ষা নেওয়ার বিরোধিতা করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল, সে কথা মনে করিয়ে দিয়ে অভিষেক তোপ দাগেন মোদী সরকারের বিরুদ্ধে। বিভিন্ন শিবির থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি ওঠা সত্ত্বেও কেন্দ্র তাতে রাজি হচ্ছে না ‘দম্ভ, অহঙ্কার এবং ঔদ্ধত্যের কারণে’, বলেন যুব তৃণমূলের সভাপতি। তাঁর কথায়, ‘সরকার মানুষের জন্য, মানুষ সরকারের জন্য নয়।’ আগে ছাত্রছাত্রীদের বেঁচে থাকা দরকার, তার পরে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার প্রশ্ন, বলেন তিনি। লকডাউন ঘোষণার সময়ে প্রধানমন্ত্রী মোদী নিজে কী বলেছিলেন, সে কথা এ দিন মনে করিয়ে দেন অভিষেক। তাঁর কথায়, ‘আপনিই তো বলেছিলেন জান হ্যায়, তো জহান হ্যায়। এখন সে কথার কী হল? পরীক্ষার্থীরা আক্রান্ত হলে তার দায় কার?’