করোনা আক্রান্ত হলেন ফ্রান্স ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পোগবা। আগামী নেশন্স লিগে ফরাসি দল থেকে বাদ দেওয়া হয়েছে পোগবাকে। তাঁর জায়গায় ফরাসি দলে নেওয়া রয়েছে তরুণ এদুয়ার্দো ক্যামাভিঙ্গাকে। লিগ ওয়ানে রেনে দলের হয়ে খেলেন তিনি।
আপাতত ১৪ দিনের সেলফ-আইসোলেশনে থাকবেন পোগবা। ৫ সেপ্টেম্বর নেশনস লিগে সুইডেনের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ রয়েছে। তিনদিন পর ফ্রান্স মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। এই দু’টি ম্যাচেই পোগবাকে পাওয়া যাবে না। তবে প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচের আগেই সেরে ওঠার সম্ভাবনা রয়েছে এই মিডফিল্ডারের। ১৯ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেস ম্যাচ দিয়ে মরশুম শুরু করবে ইউনাইটেড।
১৪ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারলে ওই ম্যাচের আগে ফের করোনা পরীক্ষা করা হবে পোগবার। রিপোর্ট পজিটিভ এলেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
কোভিড ১৯ সংক্রমণের জন্য বেশ কিছুদিন খেলা বন্ধ থাকার পরে প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলে ফেরেন পোগবা। তার আগে চোটেও ছিলেন এই তারকা ফুটবলার। প্রিমিয়ার লিগে ম্যান ইউকে প্রথম চারে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পোগবা। ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে মিডফিল্ডে দুরন্ত পারফর্ম করেন তিনি।