শহরের বুকে বেশ কয়েকটি অত্যাধুনিক ব্রেস্ট ক্লিনিক থাকলেও ডেডিকেটেড ব্রেস্ট এন্ডোক্রাইন সার্জারি বিভাগের ভীষণই অভাব ছিল। এবার সেই অভাবই মেটাতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বরেই মেডিক্যালে খুলতে চলেছে এই নতুন বিভাগটি। আপাতত জেনারেল সার্জারি বিভাগের অধীনে কাজ শুরু করবে। তবে শীঘ্রই ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রাইন সার্জারি ক্লিনিক স্বতন্ত্রভাবে কাজ শুরু করবে।
নতুন ওপিডি বিল্ডিংয়ে খুলতে চলেছে এই সার্জারি ক্লিনিক। সেপ্টেম্বর থেকে প্রতি শনিবার সকাল ৯টায় সাধারণের জন্য খুলে যাবে এই ক্লিনিক। জানা গেছে, শল্যচিকিৎসা বিভাগের বিভাগীয় প্রধান ডা. দেবব্রত কুণ্ডুর তত্ত্বাবধানে ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রাইন সার্জারি ক্লিনিকের দায়িত্বে রয়েছেন ব্রেস্ট, এন্ডোক্রাইন এবং জেনারেল সার্জারিতে এইমসের ‘স্বর্ণপদক প্রাপ্ত’ চিকিৎসক ডা. ধৃতিমান মৈত্র।
প্রসঙ্গত, স্তন ক্যানসার মানেই জনমানসে প্রচলিত ধারণা শুধু মহিলারাই এই রোগের শিকার। মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এই দুই হরমোনের কারণেই স্তন ক্যানসারের কোষ ক্রমশ বাড়তে থাকে। কিন্তু স্তন ক্যানসারের ঝুঁকি পুরুষদেরও ততটাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আগে যেখানে প্রতি ১০০ জন পুরুষের মধ্যে ৩-৪ জন স্তন ক্যানসারে আক্রান্ত হতেন, এখন সেই সংখ্যাটা অনেকটা বেশি। তবে পুরুষদের স্তন ক্যানসারের সঠিক কারণ অজানা। মহিলাদের স্তন ক্যানসার নিয়ে যতটা পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা হয়েছে, পুরুষদের ক্ষেত্রে ঠিক ততটা হয়নি। এবার সেই সমস্ত বিষয়ে গবেষণা এবং চিকিৎসার জন্যই কলকাতা মেডিক্যাল কলেজে চালু হল ব্রেস্ট এন্ডোক্রাইন সার্জারি বিভাগ।