‘বড় ব্যবসায়ীদের জন্য ১ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার কর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু মধ্যবিত্তদের জন্য ঋণে সুদেও ছাড় দেওয়া হচ্ছে না।’ এবার ঠিক এই ভাষাতেই ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
প্রসঙ্গত, গতকালই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলেছিল, রিজার্ভ ব্যাঙ্কের পিছনে লুকোবেন না। ছয় মাসের জন্য ইএমআই স্থগিত রাখতে গিয়ে ঋণের সুদের ওপর বাড়তি সুদ চাপছে কি না, তা নিয়ে অবস্থান স্পষ্ট করুন। কেন্দ্রের বক্তব্য ছিল, রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি ক্ষেত্রের জন্য আলাদা ভাবে বিবেচনা করা হবে। কিন্তু বিচারপতিরা জানিয়ে দেন, কেন্দ্র গোটা দেশে লকডাউন জারি করার ফলেই মানুষের রুটিরুজিতে ধাক্কা লেগেছে। ফলে ঋণ শোধ করতে সমস্যা তৈরি হয়েছে। সুরাহা দিতে কেন্দ্র ইএমআই স্থগিত রাখার কথা বলেছে। কিন্তু তাতে বাড়তি সুদ চাপছে বলে অভিযোগ।
সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, ইএমআই স্থগিত রাখার সময় জন্য সুদের ওপর সুদ চাপানোর কোনও ন্যায্য কারণ নেই। তা হলে এই সিদ্ধান্তের উদ্দেশ্যই ব্যর্থ হবে। ব্যাঙ্কের ওপরে পুরো দায় না চাপিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ করা উচিত বলেও শীর্ষ আদালত জানিয়েছিল। উল্লেখ্য, বাড়ি-গাড়ি বা অন্য ঋণে ইএমআই ছয় মাস স্থগিত রাখা যাবে বলে সম্প্রতি ঘোষণা করেছিল মোদী সরকার। একে লকডাউনের ফলে সাধারণ মধ্যবিত্তর জন্য তা সুরাহা বলে প্রচার হলেও আখেরে এর জন্য বাড়তি সুদ গুণতে হচ্ছে। এই কারণেই এবার মুখ খুললেন রাহুল।