চলতি বছরের শুরুতেই মেদিনীপুরের দাদনপাত্রবারে ৫৬২ একর জমিতে পূর্ব ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প গড়তে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সৌর, জল ও বায়ুবিদ্যুতের মতো বিকল্প শক্তিকেই রাজ্য পাখির চোখ করে এগোচ্ছে বলে সরাসরি জানিয়ে দিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানালেন, শীঘ্রই বাংলার সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়ে হবে ৩০০ মেগাওয়াট। এখন যা প্রায় ১৩০।
মন্ত্রীর দাবি, এক বছরের মধ্যেই এই লক্ষ্য ছোঁবেন তাঁরা। বৃহস্পতিবার বণিকসভা বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক ভিডিও বৈঠকে শোভনদেববাবু বলেন, বায়ু বিদ্যুতের ক্ষেত্রে যেমন নতুন নকশায় প্রকল্প গড়ার ভাবনা চলছে, তেমনই নজর দেওয়া হচ্ছে সৌর ও জলবিদ্যুতের বিভিন্ন প্রকল্পে। এ প্রসঙ্গে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের তুর্গায় ১০০০ মেগাওয়াটের আরও একটি জলবিদ্যুৎ প্রকল্প গড়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।