ভারতে কোভিশিল্ডের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। ভ্যাকিসিনের ট্রায়াল যে গতিতে চলছে, তাতে টিকা বাজারে আসতে দু’মাস সময় লেগেই যাবে। জানালেন, পুণের সেরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনাওয়ালার। তিনি জানালেন, “আপাতত অন্তত দুমাস চুপচাপ থাকাই ভাল। সঠিক সময়ে সঠিক তথ্য দেওয়া হবে সংস্থার তরফে। তার আগে দয়া করে ট্রায়াল নিয়ে কেউ কোনও খবর পরিবেশন করবেন না”।
এদিন সেরামের তরফে জনানো হয়েছে, ভবিষ্যতে ব্যবহারের জন্য কোভিশিল্ড টিকা মজুত করার অনুমতি দিয়েছে সরকার। ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে টিকা তৈরিতে যদি ছাড়পত্র মেলে, তবেই এর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। মানবশরীরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং করোনার বিরুদ্ধে এর প্রয়োগ নিশ্চিত ভাবে ফলপ্রসু হলে তবেই বাজারে আনা হবে এই টিকা। তার আগে নয়।
আপাতত দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফল জানতে আরও ১৫ দিন অপেক্ষা। তবে টিকা উৎপাদন এবং বণ্টনের রূপরেখা চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। কোভিশিল্ড টিকার দাম ২২৫ টাকা। প্রতিষেধক আবিষ্কার হলে তা যাতে দ্রুত এবং সুলভে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া যায়, সে জন্য একটি পরিকল্পনা তৈরি করছে কেন্দ্র।