গত আইপিএলে পঞ্চমে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। টিমের কেউই সেই অর্থে ভালো ফল করতে পারেননি। তবে দুরন্ত খেলেছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু তা গোটা টিমের সাফল্যের জন্য যথাযথ ছিল না। তাই এবার রাসেল নির্ভরতা কমাতে মরিয়া কেকেআর।
ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল সত্যিই দুরন্ত ফর্মে ছিলেন। ১৪টি ম্যাচে ১৩টি ইনিংসে ৫৬.৬৬ গড়ে ৫১০ রান করেছিলেন তিনি। ৫২টি ছক্কা হাঁকিয়ে ছিলেন রাসেল। শুধু ব্যাট হাতে নয়, বোলিংয়েও ছাপ রেখেছিলেন তিনি। নিয়েছিলেন ১১টি উইকেট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দলের বাকি ব্যাটসম্যানরা সেভাবে সাফল্য না পাওয়ায় রাসেলের প্রচেষ্টা বৃথা গিয়েছিল। এবার তাই রাসেল নির্ভরতা কাটিয়ে দলীয় পারফরম্যান্স মেলে ধরতে মরিয়া কেকেআর।
দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণা জানিয়েছেন, ‘রাসেল আমাদের দলের সবচেয়ে বড় তারকা। এরকম একজন ক্রিকেটার থাকা মানে, সবাই তার উপর নির্ভর করবে। এমন একটা ধারণা তৈরি হয়, যে রাসেলই সব ম্যাচ জেতাবে। এটা ঠিক নয়। এতে ক্রিকেটারটির উপর বাড়তি চাপ পড়ে। আমাদের সবাইকে ভালো পারফর্ম করতে হবে। রাসেলকে যদি চাপমুক্ত হয়ে খেলার সুযোগ করে দিতে পারি, তাহলে জেতার সম্ভাবনা অনেক বাড়বে।’