আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট আন্দামানিজ উপজাতির মোট জনসংখ্যা মাত্র ৫৩। আর তার মধ্যেই অন্তত দশ জন আক্রান্ত হয়েছেন নভেল করোনাভাইরাসে। তাঁদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্বীপে যে চারজনের পজিটিভ এসেছে, তাঁরা এখনও চিকিৎসাধীন।
আন্দামানিজ উপজাতির মধ্যে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত সপ্তাহে। সেই সময় আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ারের কাছে স্ট্রাইট দ্বীপে থাকা এই উপজাতির ৫৩ জনেরই নমুনা পরীক্ষা করা হয়।
বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই মুহূর্তে ৬৩৫ জন অ্যাকটিভ রোগী রয়েছেন। এখনও পর্যন্ত এই কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ২৯৮৫ জন আক্রান্ত হয়েছে ভাইরাসে। তাঁদের মধ্যে ২৩০৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে।
একজন বর্ষীয়ান স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিজিৎ রায় জানিয়েছেন, পোর্ট ব্লেয়ার থেকে তাঁদের দ্বীপে যাওয়ার সময় কোনও ভাবে দু’জন সংক্রামিত হন। তাঁদের থেকেই আরও দু’জনের শরীরে সংক্রমণ ছড়ায়। এই মুহূর্তে শহরে অনেকেই কাজ করেন। তাই যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের থেকে যাতে ওই উপজাতির অন্য কারও শরীরে সংক্রমণ না ছড়ায়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
এই মাসেই জারোয়া উপজাতির সঙ্গে কাজ করা পাঁচ স্বাস্থ্য আধিকারিকের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আন্দামান আদিম জনজাতি বিকাশ সমিতির হয়ে কাজ করেন এই পাঁচজন। জারোয়াদের এলাকায় মাছ ধরার অপরাধে গত সপ্তাহে আট মৎস্যজীবীকে গ্রেফতারও করা হয়েছে। এই মুহুর্তে ৫০০-র কাছাকাছি জারোয়া রয়েছেন সেখানে। প্রশাসন জানিয়েছে, এইসব উপজাতিদের রক্ষা করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজাতি উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা জানিয়েছেন, গ্রেট আন্দামানিজ উপজাতির মধ্যে সংক্রমণ ছড়ানোর বিষয়ে পোর্ট ব্লেয়ার ট্রাইভ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।