জেইই-নেট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েও অনেকদিন ধরেই কেন্দ্রকে অনুরোধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সোনিয়া গান্ধী সকলেই। তবুও তাঁদের কথা গ্রাহ্যই করেনি কেন্দ্র। গতকাল কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় বৈঠক করেছে বিরোধীরা। আর এবার পরীক্ষা পিছানোর জন্য নরেন্দ্র মোদীকে ফোন করে অনুরোধ করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
করোনা ভাইরাস পরিস্থিতিকে সামনে রেখেই এই অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। কিছুদিন আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছিলেন নবীন পট্টনায়ক। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরীক্ষা পিছানোর কোনো সিদ্ধান্ত না নেওয়ায় এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ফোন করলেন তিনি। করোনা ভাইরাস পরিস্থিতি এবং রাজ্যের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন নবীন। সূত্রের খবে, কমপক্ষে ৯০ হাজার পরীক্ষার্থী উড়িষ্যা থেকে নেট এবং জেইই পরীক্ষা দেবে।
ওদিকে, জেইই-নেট পরীক্ষা যেন আর পিছানো না হয়, পরীক্ষা আরো পিছিয়ে দিলে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হবে। এই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষাবিদ। এই শিক্ষাবিদরা জানিয়েছেন, দেশের পরীক্ষার্থীরা এবং যুবসমাজ দেশের ভবিষ্যৎ, কিন্তু করোনা ভাইরাস মহামারীর মধ্যেও ইতিমধ্যেই তাদের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। যদি এই পরীক্ষায় এবার পিছিয়ে দেওয়া হয় তাহলে তাঁদের ভবিষ্যৎ আরো অন্ধকারের দিকে চলে যেতে পারে।