গত মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৬০০ উইকেটের মালিক হয়ে রেকর্ড গড়েছিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গতকাল বাইশ গজে ফের নতুন ইতিহাস তৈরি হল। আর এবারের স্রষ্ঠা ক্যারিবিয়ান পেসার ডোয়েন ব্রাভো। গতকাল বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০০টি উইকেটের মালিক হয়ে গেলেন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা।
করোনা আতঙ্ক কাটিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। আর সেখানেই ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। করোনা মহামারীও যে তাঁর চেনা ছন্দ কেড়ে নিতে পারেনি, বাইশ গজে নেমে ফের তা প্রমাণ করে দিলেন ‘চ্যাম্পিয়ন’খ্যাত ডোয়েন ব্রাভো। সেন্ট লুকিয়া জকসের বিরুদ্ধেই টি-২০ ম্যাচের ৫০০ তম উইকেটটি তুলে নেন তিনি। বুধবার নিজের প্রথম ওভারে ওপেনার কর্নওয়ালের উইকেটটি নিতেই তৈরি হয় নয়া ইতিহাস। যা এর আগে বিশ্বের কোনও বোলারই পারেননি। ৪৫৯টি টি-২০ ম্যাচ খেলে এই মাইলফলক ছুঁলেন ব্রাভো।
ছোট ফরম্যাটের ক্রিকেটে বরাবরই নজরকাড়া ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে বেশিবার টি-২০ বিশ্বজয়ের রেকর্ডও তাদের ঝুলিতে। আর সেই দলের অন্যতম উজ্জ্বল তারকা ব্রাভো। ২০০৬ সালে টি-২০ ম্যাচে অভিষেকের পর থেকেই তিনি গোটা বিশ্বের নজর কেড়েছেন। দেশের জার্সির পাশাপাশি আইপিএলেও একইভাবে বিপক্ষের ত্রাস হয়ে উঠতে দেখা গিয়েছে তাঁকে। এবার ক্যারিবিয়ান লিগে গড়লেন নয়া রেকর্ড।