উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ক্রমশ পশ্চিমদিকে অগ্রসর হচ্ছে। ফলে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪৮.২ মিলিমিটার। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর। বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও। উপকূলীয় এলাকায় ৪৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে সতর্কতা স্বরূপ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ বিকেলের পর থেকে আবহাওয়া উন্নতি হতে পারে বলে আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। কমতে পারে বৃষ্টি। আলিপুরের পূর্বাভাস আগামীকাল থেকে স্পষ্ট ভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হয়তো বোঝা যাবে।