নিউজিল্যান্ড, গত বছরের মার্চ মাসের ১৫ তারিখ। এক শান্তিপ্রিয় দেশ সাক্ষী থাকে ভয়ানক এক হত্যাকাণ্ডের। এক বন্দুকবাজের হামলায় ক্রাইস্টচার্চ এলাকার দু’টি মসজিদে খুন হয়ে যান ৫১ জন! অভিযুক্ত যুবক, ২৯ বছরের ব্রেন্টন হ্যারিসন টরান্ট দোষী সাব্যস্ত হয় এক বছর ধরে মামলা চলার পরে। শেষমেশ আজ, বৃহস্পতিবার তার যাবজ্জীবন কারাবাস ঘোষণা করল নিউজিল্যান্ডের আদালত।
শুধু তাই নয়, ওই অস্ট্রেলিয়ান যুবক আজীবন প্যারোল পাবে না এবং কোনও রকম আবেদনও করতে পারবে না বলেই জানিয়েছেন বিচারক। অর্থাৎ জীবনের প্রতিটি দিন তাকে কারাগারেই কাটাতে হবে এখন থেকে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন জানান, “এ ট্রমা সহজে শেষ হওয়ার নয়। কিন্তু আজ আমি নিশ্চিত হতে পারি, যে এখন থেকে আর নতুন করে কোনও সন্ত্রাসীর নাম শুনতে হবে না। সর্বশেষ সন্ত্রাসের ঘটনাটি ঘটে গেছে নিউজিল্যান্ডে। সারাজীবন চুপ করে থাকার জন্যই ওই অপরাধীর এই সাজা প্রাপ্য”।
প্রসঙ্গত, আল নূর মসজিদ এবং লিনউড ইসলামিক সেন্টারের ছাড়াও অ্যাশবার্টন মসজিদে হামলার পরিকল্পনা ছিল বন্দুকবাজের। বিচারপতি ক্যামেরন মান্ডের জানান, এমন ঘৃণ্য অপরাধের জন্য নির্দিষ্ট সময়ের কারাবাস যথেষ্ট নয়। তিন বছরের শিশুও তার হাত থেকে রক্ষা পায়নি। মৃত্যু পর্যন্ত জেলবন্দি থাকলেও সে সাজা কম।