আইপিএলের আগে প্রস্তুতি তুঙ্গে। দুবাই পৌঁছে নিভৃতবাসের মধ্যেও অক্লান্ত পরিশ্রম করতে দেখা গেল বিরাট কোহলিকে। হোটেলের ব্যালকনিতে সমুদ্র-দর্শনের সঙ্গেই চলছে তাঁর ট্রেনিং। সেই ভিডিয়ো পোস্ট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
দিন কয়েক আগে ভিডিয়ো বার্তায় কোহলি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মাঠে ফিরতে কতটা মুখিয়ে আছেন তিনি। বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের মাধ্যমে আরসিবি ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসনও জানিয়েছেন, তাঁরা কোনও ভাবে এই সুযোগ হাতছাড়া করতে চান না।
অন্যদিকে, বোলিং বিভাগ নিয়ে আলোচনায় ব্যস্ত কেকেআর শিবিরও। বোলিং কোচ কাইল মিলস জানিয়েছেন, দলে ব্যাটিংয়ের পাশাপাশি শক্তিশালী বোলিং বিভাগও। মিলস বলেছেন, ‘‘বোলিং বিভাগে আমার সম্পূর্ণ আস্থা আছে। ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠার পাশাপাশি শুধুমাত্র বোলার হিসেবেও খেলানো যায় আন্দ্রে রাসেলকে।’’