গত সোমবার জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠকে বসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই করোনা সংক্রমণে লাগাম টানা যাবে বাংলায়। সেই কথার রেশ দেখা গেল আগস্টের শেষেই। করোনা-যুদ্ধে ক্রমশ সাফল্যের পথে এগোচ্ছে রাজ্য সরকার। গত ২৪ ঘণ্টায় প্রথমবার দৈনিক ৪২ হাজার টেস্টের রেকর্ড হয়েছে রাজ্যে। তা সত্ত্বেও সংক্রমণ রেকর্ড ভাঙেনি, বরং রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন বাংলায়। বৃহস্পতিবার নবান্নে তরফের পেশ হওয়া রিপোর্টে দেখা গেল আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি বাংলায়।
আজ সরকারি ভাবে যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩,১৮৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে মোট ১ লক্ষ ২১ হাজার ৪৬ জন রোগী আরোগ্য লাভ করেছেন। এর পাশাপাশি রাজ্যে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৭০৯-এ। পাশাপাশি আগের তুলনায় আরোগ্যের হারও বেড়েছে। এদিন সুস্থতার হার বেড়ে হয়েছে ৮০.২৮ শতাংশ।
প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় প্রথমবার ৪২ হাজার ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৭ লাখ ১৬ হাজার ৬০৭ জনের নমুনা পরীক্ষা করা হল। গত জুলাই মাসে থেকেই রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে লাগাম টানতে প্রতি সপ্তাহে দু’দিন করে রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি জানা গেছে, কন্টেইনমেন্ট জোনভিত্তিক লকডাউনের পাশাপাশি সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়েই সাপ্তাহিক লকডাউন চালানো হবে।