চলতি অর্থবর্ষে ২.৩৫ লক্ষ কোটি জিএসটি কম আদায়ের দায় কেন্দ্রীয় সরকারের নয়। ঈশ্বরের মারেই এমনটা হয়েছে। এবার এমনভাবেই সব দায় ‘ভগবানের’ উপরেই চাপিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ জিএসটি কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, “করোনা হল ঈশ্বরের খেলা। সেই কারণে চলতি বছরে জিএসটি আদায়ের ক্ষেত্রে এতটা ফাঁক থেকেই যাচ্ছে।”
কেন্দ্রীয় সরকারের একজন প্রথম সারির মন্ত্রীর এমন মন্তব্য যথেষ্ট ইঙ্গিত বহন করছে। তবে রাজ্যগুলির ক্ষেত্রে জিএসটি যে বকেয়া রয়েছে তা নিয়েও মুখ খুলেছেন সীতারমন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই অর্থাৎ মার্চ পর্যন্ত রাজ্যগুলির বকেয়া ১.৬৫ লক্ষ কোটি মিটিয়ে দেওয়া হয়েছে। তবে তারপর থেকে করোনার জন্য সরকারের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। জিএসটি’র সেস বাবদ আয় এসে দাঁড়িয়েছে ৯৫,৪৪৪ কোটি টাকায়। এমনকি বেশ কিছু রাজ্যে যে পরিমাণ জিএসটি আদায় হয়েছে, তার চেয়ে খরচ বেশি হয়েছে।
যদিও কেন্দ্রের জিএসটি আইন অনুসারে প্রথম পাঁচ বছর অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত রাজ্যগুলিকে ক্ষতিপূরণ সবটাই দেব কেন্দ্র। তারপর এই নিয়ে রাজ্যগুলিকে নিজেদের স্বয়ংসম্পূর্ণও হতে হবে। কিন্তু তিন বছরের মাথাতেই এই প্রাপ্তির ঝুলি খালি হতে শুরু করেছে বলেই অভিযোগ দেশের রাজ্যগুলির। ফলে এই নিয়ে কেন্দ্রের দিকেও আঙুল উঠেছে। ওয়াকিবহাল মহলের মতে এই ২.৩৫ লক্ষ কোটি টাকা কম আদায় হলে, তার প্রভাব পড়বে রাজ্যগুলির উপরেই। কিন্তু সেই দায়টাই কেন্দ্র নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে ভগবানের উপরেই দোষ চাপালো কেন্দ্র।