দিল্লীতে সংসদভবনের কাছ থেকে গ্রেফতার করা হল সন্দেহভাজন এক ব্যক্তিকে। তার কাছ থেকে একটি কাগজের টুকরো উদ্ধার হয়েছে। তাতে যা লেখা রয়েছে, তা দেখে মনে হচ্ছে কোডের ভাষায় কিছু লেখা হয়েছে।
মধ্য দিল্লীর একটি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যক্তিকে। সূত্রের দাবি, জেরায় তার কথায় অনেক অসঙ্গতি পেয়ে সন্দেহ আরও বেড়েছে পুলিশের। প্রথমে সে জানায়, ২০১৬ সালে প্রথম সে দিল্লীতে আসে। পরে আবার বলে, করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর সে রাজধানীতে পৌঁছয়। সে গত কয়েকদিন পুরনো দিল্লী ও নিজামুদ্দিমের জামিয়া নগর এলাকায় থাকত বলে পুলিশকে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার প্রথমে সংসদের লনে ঘুরে বেড়াতে দেখা যায় ওই যুবককে। তার গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানদের একটি দল তার সঙ্গে কথা বলতে যায়। সেই সময় পিঠে একটি ব্যাকপ্যাক নিয়ে ঘাসের উপর বসে ছিল সে। দিল্লীর কড়া নিরাপত্তায় ঘেরা এলাকায় সে কী করছে, তা জানতে চাওয়া হয় ওই যুবকের কাছে।
ওই যুবকের ব্যাকপ্যাক থেকে ভিন্ন নামের একটি ড্রাইভিং লাইসেন্স ও একটি আধার কার্ড উদ্ধার করে পুলিশ। তল্লাশি চালিয়ে খোঁজ মেলে এক টুকরো কাগজের। সেই কাগজে সন্দেহজনক কিছু কোড লেখা রয়েছে বলে দেখতে পায় পুলিশ। জেরা করার পর ওই ব্যক্তি পুলিশকে জানায় যে, সে জম্মু ও কাশ্মীরের বদগাম এলাকায়।