এবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের দাবি তুললেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং। তাঁর অভিযোগ, ‘আমার ছেলেকে বিষ খাইয়েছে রিয়া।’ কেকে সিং-এর এই দাবির কিছু সময় আগেই একই কথা শোনা যায় সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির গলায়।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা পোস্টে অপরাধীদের অবিলম্বে হেফাজতে নেওয়ার দাবি তোলেন সুশান্তের দিদি। তিনি লিখেছিলেন, ‘যে মানুষগুলো ওই নৃশংসতম অপরাধ করেছে, তারা কী ভাবে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে? আমার জবাব চাই। অবিলম্বে তাদের হেফাজতে নেওয়া উচিত। পাশাপাশি সুশান্তের বাবাও বলেছেন, ‘রিয়া চক্রবর্তী আমার ছেলে সুশান্তকে দীর্ঘ দিন ধরে বিষ খাওয়াতো। তাঁর হত্যাকারী ওই মেয়ে। তাঁকে ও তাঁর সহযোগীদের গ্রেফতার করা উচিত তদন্তকারী সংস্থার।’
এই মামলায় নারকোটিকস ব্যুরোকে তথ্য দিয়ে সাহায্য করতে ইচ্ছুক বলে জানিয়েছেন কঙ্গনা রাণাওয়াত। সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর সুরক্ষার ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন সুশান্তের দিদি। এই মামলায় মাদকের যোগ নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাওয়া তথ্য অনুযায়ী সুশান্তকে জোর করে মাদক খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হত। এমনকী দুবাইয়ের ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে মৃত্যুর দিন সুশান্তের দেখাও হয়েছে বলে দাবি তুলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।