সাত সকালেই বাংলায় ভূমিকম্পের ধাক্কা৷ সকাল ৭.৫৪ নাগাদ ভূমিকম্প অনুভূত হয় পশ্চিমের জেলাগুলিতে৷ দুর্গাপুরে কম্পনের মাত্রা ছিল ৪.১৷ জানা গিয়েছে উৎসস্থল নদীয়ায়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ন্যাশানাল সেন্টার অফ সিসমোলজি এই ভূমিকম্পের কথা জানিয়েছে৷
বুধবার সকালের এই ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিল্প শহর দুর্গাপুরে। সেখানে অনেকেই কম্পন টের পান। কেউ কেউ ঘুম ভেঙে উঠেই কম্পন টের পাওয়ায় বাড়ি থেকে দৌড়ে বেরিয়েও পড়েন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২১ আগস্টও বাংলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সেবার অবশ্য সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা অবশ্য খুবই কম ছিল। গত সোমবার অন্ধ্রপ্রদেশের অনজো এলাকায় ভোর ৩টে ৩৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভোর রাতের ভূমিকম্প টের পাননি অনেকেই। রাজস্থানের বিকানেরে ৬৬৯ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হয়। চলতি মাসে আন্দামানের পোর্ট ব্লেয়ারও ভূমিকম্পে কেঁপে ওঠে। পোর্ট ব্লেয়ারের দক্ষিণে ২২২ কিলোমিটার কম্পন অনুভূত হয়।