একাধিকবার কেন্দ্রকে আর্জি জানিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিলেরও অনুরোধ করেছেন। এবার মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (জেইই মেন) স্থগিত রাখার আর্জি জানিয়ে সব অবিজেপি রাজ্যকে একযোগ সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনাভাইরাস পরিস্থিতিতে নিট ও জেইই পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে বুধবার অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। তাঁদের উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে মমতা বলেন, ‘পড়ুয়াদের পক্ষে পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত পরীক্ষা (জেইই ও নিট) স্থগিত রাখার আর্জি জানিয়ে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। সব রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ, এটা একযোগে করা হোক।’
মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বলেন, ‘সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ঠিকই। কিন্তু আদালতে রায় পুনর্বিবেচনা করার আবেদন জানানোর সুযোগ রয়েছে। কেন্দ্রীয় সরকার চাইলে সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তা করতেই পারে। কেন্দ্র যদি তা না করে, তাহলে আমরা আমাদের দিক থেকে আদালতে যাব। দেশে ২৪ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দেবে। এটা ছেলেমানুষির বিষয় নয়।’
ভিডিও কনফারেন্সে মমতা আরও বলেন, ‘আমি সমস্ত মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানাচ্ছি। এগিয়ে আসুন।’ তিনি আরও বলেন, ‘ছাত্রছাত্রীরাও এই মহামারী পরিস্থিতিতে মানসিক ভাবে প্রস্তুত নয়। বাস্তব অবস্থাটা বোঝা জরুরি। কখনওই এত ছেলেমেয়েকে জেনেবুঝে বিপদের মুখে ফেলে দেওয়া যায় না।’ করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা কী ভাবে পরীক্ষার হলে পৌঁছবেন তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তাঁর কথায়, ‘কেউ কি ভাবছে যে তাঁরা কী ভাবে পরীক্ষার হলে যাবেন বা ফিরবেন।’
বৈঠকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী আছেন। জরুরি কাজের জন্য বৈঠকে উপস্থিত থাকতে পারেননি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অনুপস্থিত আছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।