সুখবর। পশ্চিমবঙ্গ মিউনিসিপালিটি সার্ভিস কমিশন-এর মাধ্যমে প্রাথমিকে শতাধিক ইংরেজি, হিন্দি ও উর্দু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশিমবঙ্গ সরকার। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট।
প্রার্থীদের ২২০ টাকা দিতে হবে। SC/ST এবং PH প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০টাকা। ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করে অনলাইন আবেদন ফরম জমা দেওয়ার সময় অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে বা ব্যাঙ্কের মাধ্যমে প্রদান করা যেতে পারে।
০১/০১/২০২০ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে ৩ বছর ও ক্ষেত্রে ৫ বছর বয়সসীমায় ছাড় দেওয়া হচ্ছে। পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগের জন্য বয়সের উচ্চসীমা ৪৫ বছর।
নিয়োগের পদ্ধতি এবং সিলেবাস পরবর্তী সময়ে অফিশিয়াল ওয়েবসাইট-এ জানানো হবে। বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ পৌর পরিষেবা কমিশনের (WBMSC) অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb .org এ চোখ রাখতে হবে।